২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৭:৪৮

সাহস ডেস্ক

মাত্রই শেষ হলো রাশিয়া বিশ্বকাপ। ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে কাতার। ২০২৬ বিশ্বকাপের দায়িত্ব নিয়েছে যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড ফুটবলের প্রশাসনিক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেলে, ১৯৯৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর প্রথম বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড।

তবে আয়োজক দেশ হিসেবে অনুমতি পাওয়া ইংল্যান্ডের জন্য খুব একটা সহজ হবে না। আগেই আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকার আবেদন করে রেখেছে। আবেদন করেছে মরক্কোও। এর আগে ২০১৮ সালেও ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজন করতে আবেদন করেছিল, কিন্তু রাশিয়ার কাছে হেরে যায়।

বৃটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য নতুন মৌসুম থেকেই কাজ শুরু করে দেবে এফএ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত