জুভেন্টাসকে বিদায় জানিয়ে এসি মিলানে হিগুয়েইন

প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ১৭:৩৩

সাহস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার পর জুভেন্টাসকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা গনসালো হিগুয়েইন। জুভেন্টাসকে বিদায় জানিয়ে এসি মিলানে ধারে খেলতে যোগ দিতে গিয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকার।

মিলানে পৌঁছে গেছেন হিগুয়েইন। রোসোনেরিদের সঙ্গে চুক্তির আগে স্বাস্থ্য পরীক্ষা দিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন তিনি।

জানা গেছে ২০১৮-১৯ মৌসুমের জন্য এসি মিলানে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার স্ট্রাইকার। স্থায়ীভাবে তাকে পাওয়ার পথও খোলা রেখেছে মিলানের ক্লাবটি। এক বছর ধারে খেলতে জুভেন্টাসকে ১৮ মিলিয়ন ইউরো দেবে মিলান। পাকাপাকিভাবে চুক্তি করতে ৩৬ মিলিয়ন ইউরো দেওয়া হবে শোনা যাচ্ছে।

সিরি এ চ্যাম্পিয়নরা ১১২ মিলিয়ন ইউরোতে ক্রিস্তিয়ানো রোনালদোর চুক্তির পরই হিগুয়েইন বিদায় জানালেন। গাত্তুসো এই দলবদল সম্পর্কে ‘বেশি কিছু বলার নেই’ জানালেও আর্জেন্টিনার তারকা তার নতুন কোচের সঙ্গে আলাপের কথা নিশ্চিত করেছেন।

হিগুয়েইন সাংবাদিকদের বলেছেন, ‘আমার খুব ভালো লাগছে। আজ (বৃহস্পতিবার) আমি স্বাস্থ্য পরীক্ষা করাবো। আশা করি আমার নতুন চুক্তি করে ফেলবো। আমি এসি মিলান ভক্তদের স্যালুট জানাতে চাই, জুভেন্টাস ভক্তদেরও। কারণ তারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আশা করি যতখানি সম্ভব আমরা কাজ সেরে ফেলবো।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত