বাফুফের সাধারণ সম্পাদকের শাস্তির দাবি

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১৭:৪১

সাহস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অভিযোগ, বাদল রায়কে হুমকি দিয়েছেন তিনি। বাফুফের সহ-সভাপতি এবং আশির দশকের তারকা ফুটবলার বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় এ নিয়ে সাধারণ ডায়েরি করেছেন সোহাগের বিরুদ্ধে। বাফুফে সম্পাদকের শাস্তির দাবি জানিয়ে আগেও সংবাদ সম্মেলন করেছিলেন দেশের ফুটবলাঙ্গনের সম্মানিত ব্যক্তিত্বরা। 

২৮ জুলাই (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে একই দাবিতে আবার সংবাদ সম্মেলন করলেন তারা।

সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা বাদল রায়ের একার অপমান নয়, আমাদের সবার অপমান। তাই এত ফুটবলার আজ এক সঙ্গে।’

সোহাগের আচরণে জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুও ভীষণ ক্ষুব্ধ, ‘বাদলের সঙ্গে এই ঘটনা ফুটবলারদের জন্য একটা বড় ধাক্কা। আমরা খেলোয়াড়রা আহত। ফুটবল ফেডারেশনের বিভিন্ন কমিটিতে যে সব খেলোয়াড় আছেন, তারা একটু সহানুভূতি বা সম্মান দেখালেও সান্ত্বনা পাওয়া যেতো।’

সাবেক গোলরক্ষক ওয়াহিদুজ্জামান পিন্টু বলেছেন, ‘বাদল রায়ের সঙ্গে যা করেছেন, একদিন তেমনটা আপনাদের সঙ্গেও হতে পারে। আমরা একসময় ফুটবল খেলেছি, তার বিনিময়ে সাবেক ফুটবলাররা শুধু সম্মান চাইছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, আশরাফ উদ্দিন চুন্নু, হাসানুজ্জামান খান বাবলু, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ প্রমুখ।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত