রেকর্ড গড়েছে ব্রাজিল

প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ২২:৩৬

সাহস ডেস্ক

শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৫১ মিনিটে নেইমারের গোলে রেকর্ড গড়েছে ব্রাজিল। ম্যক্সিকোর সাথে ২-০ গোলে জিতে জার্মানিকে টপকে এখন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক ব্রাজিল।

উইলিয়ানের বাড়িয়ে দেওয়া বল ব্যাকপোস্ট থেকে জালে ঠেলে দেন নেইমার। এটি ছিল বিশ্বমঞ্চে ব্রাজিলের ২২৭তম গোল। পরে আরও একটি গোল যোগ করে তারা। এনিয়ে বিশ্ব আসরে তাদের গোল দাঁড়াল ২২৮টি। এই বিশ্বকাপে তাদের গোল ৭টি।

ব্রাজিল এক আসরে সবচেয়ে বেশি গোল দিয়েছে ২২টি। ১৯৫০ সালে নিজ দেশে ওইবার উরুগুয়ের কাছে ফাইনালে হারে তারা। জার্মানির সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। কারণ জার্মানরা গ্রুপেই বিদায় নিয়েছে।

এদিকে ব্রাজিল ও জার্মানির ধারেকাছে নেই অন্য কোনও দল। ১৩৭ গোল করে আর্জেন্টিনা এই তালিকায় তিন নম্বরে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত