লিভারপুলে পাঁচ বছরের নতুন চুক্তিতে সালাহ

প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৭:৫০

সাহস ডেস্ক

লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন মোহামেদ সালাহ। ২০২৩ সাল পর্যন্ত অ্যানফিল্ডের ক্লাবটিতে খেলবেন মিশরের এই ফরোয়ার্ড। সোমবার ক্লাবের ওয়েবসাইটে সালাহর নতুন চুক্তির খবরটি জানানো হয়। নতুন চুক্তিতে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের কোনো রিলিজ ক্লজ নেই।

নতুন চুক্তি অনুযায়ী সপ্তাহে ২ লাখ পাউন্ড বেতন পাবেন সালাহ। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ১৯ লাখ ৭৩ হাজার ৭৫৯ টাকা। যা আগের চুক্তির চেয়ে দ্বিগুণ।

২০১৭-১৮ মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলে খেলোয়াড়দের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পাশাপাশি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা হন সালাহ।

ইংলিশ ক্লাবে রেকর্ড গড়া এক মৌসুম শেষ করার পর রিয়াল মাদ্রিদসহ বিশ্বের বেশ কয়েকটি বড় ক্লাব সালাহর দিকে নজর দেয়। নানা গুঞ্জনের মধ্যেই তার নতুন চুক্তির খবর এল। তবে বিশেষ সূত্রের বরাতে ইএসপিএন ফুটবল জানাচ্ছে, সালাহ’র নতুন চুক্তিতে কোনো রিলিজ ক্লজ রাখা হয়নি।

ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘এই সংবাদটা আমি এইভাবে দেখি, গত মৌসুমে দলের জন্য এবং ক্লাবের জন্য প্রচুর অবদান রাখায় একজন খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়েছে।’

ক্লপের আরেকটু সংযোজন, ‘এই চুক্তি দুটি বিষয়কে খুব স্পষ্টভাবে দেখাচ্ছে, এক লিভারপুলের প্রতি তার বিশ্বাস এবং দুই তার উপর আমাদের বিশ্বাস।’

বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ আরও বলেন, ‘আমরা বিশ্বমানের প্রতিভাদের অ্যানফিল্ডে (লিভারপুলের মাঠ) দেখতে চাই। যেটাকে তারা একটি বাড়ি মনে করে নিজেদের সমস্ত পেশাদারী স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। আমরা এটি অর্জনের জন্য একসাথে কঠোর পরিশ্রম করছি।’

এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হতে পারেনি সালাহর দেশ মিশর। তিন ম্যাচের সবকটিতে হারে দলটি। চোট কাটিয়ে শেষ দুই ম্যাচ খেলে একটি গোল করেন লিভারপুল ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত