কিছুক্ষণ পরেই আর্জেন্টিনা-ফ্রান্স মহারণ

প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৭:৪১

সাহস ডেস্ক

আর মাত্র কয়েকট ঘণ্টা পরেই শুরু হবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার নকআউট পর্বের মহারণ। এ ম্যাচকে ঘিরে কোটি সমর্থকের দৃষ্টি থাকবে কাজান এরিনায়। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি মাঠে গড়াবে।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স দু’দলই শিরোপার দাবিদার। তবে কাগজে-কলমে এগিয়ে রাখা হচ্ছে ফরাসিদেরই। কেননা তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দিদিয়ের দেশমের দলটি অসাধারণ ব্যালেন্সড। 

অন্যদিকে লিওনেল মেসি নির্ভর আর্জেন্টিনা নিজেদের এখনও খুঁজে বেড়াচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্স ফ্রান্সকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনা ইতিহাস দেখে সান্তনা নিতে পারে। কেননা বিশ্বকাপে যে জিনেদিন জিদানের দেশের বিপক্ষে কখনোই হারেনি মেসিরা।

কোচ হোর্হে সাম্পাওলি জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে আগ্রাসী হয়েই খেলবেন তার শিষ্যরা।

ফ্রান্স দলে আক্রমণ ভাগে এক অলিভার জিরুদ ছাড়া বাকি সবাই তরুণ ও প্রতিভাধর। আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের সঙ্গে মধ্যমাঠে পল পগবা ১৯৯৮ বিশ্বকাপজয়ীদের ভালো কিছু করার আশা দেখাচ্ছেন। তবে আর্জেন্টিনা দলে সেই মেসিকেই কেন্দ্র করে রূপরেখা সাজাতে হচ্ছে। আগের ম্যাচে একাদশে থাকা গনজালো হিগুয়াইন বাদ পড়তে পারেন। তার পরিবর্তে তরুণ ক্রিস্তিয়ান পাভনকে হতে পারেন সাম্পাওলির অস্ত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত