ওসাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ জুন ২০১৮, ১২:৩৫

সাহস ডেস্ক

ওসাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৮ সফলভাবে সম্পন্ন হলো। 

সভাপতির ভাষণে কবি মজিদ মাহমুদ বলেন- "আজ বাংলাদেশের মানুষ মেসি, নেইমারের ছবি বুকে ধারণ করে ঘুরে বেড়াচ্ছে; যেদিন আমাদের দেশের মানুষ নিজ দেশের কোন খেলোয়াড়দের ছবি বুকে ধারণ করবে সেদিন হবে বাংলাদেশের ফুটবলের প্রকৃত অর্জন। আমরা যদি সম্মিলিতভাবে এজাতীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সহযোগিতা করতে পারি, তবে আমাদের দেশেও তৈরি হবে একজন মেসি, একজন নেইমার, একজন সালাহ।" 

একমাস ধরে চলমান এই ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে বাঁশেরবাদা টিনেজার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং মুলাডুলি ফুটবল একাদশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে যথাক্রমে ৩০,০০০/- ও ২০,০০০/- টাকার প্রাইজমানি ও ট্রফি বিতরণ করেন। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়। 

ওসাকা’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে ২৬ জুন পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ওসাকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৮ এর এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত