পেনাল্টি মিসের জন্য কেবল মেসিই দায়ী নয় : স্যাম্পাওলি

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৫:৩৩

সাহস ডেস্ক

আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিসের জন্য লিওনেল মেসিকে দোষারোপ করতে নিষেধ করেছেন আর্জেন্টাইন দলের কোচ হোর্হে স্যাম্পাওলি। তিনি তার দলকে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করেছেন।

বিশ্বকাপের প্রথম খেলায় আইসল্যান্ডের বিপক্ষে ফুটবলের মহাতারকা একটি পেনাল্টি মিস করায় আর্জেন্টিনার জয় হাতছাড়া হয়ে যায়। এতে ড্র করে মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিশিবিরকে।

স্যাম্পাওলি বলেন, ‘ভক্তদের উচিত তাদের চিন্তার নতুন উপায় বের করা। তাদের সবসময় এ সিদ্ধান্তে আসা উচিত নয় যে ওই ত্রুটির জন্য মেসিই দায়ী।’

তিনি বলেন, ‘যখন মেসি আর্জেন্টিনার জার্সিতে ভালো করেন। তখন আমরা সবাই কৃতিত্বের অংশীদার হই। কিন্তু যখন দল হেরে যায়, সব দোষ গিয়ে পড়ে মেসির ঘাড়ে।’

একজন খেলোয়াড়ের প্রতি এটি কখনও ন্যায়সঙ্গত আচরণ হতে পারে না বলে তিনি মনে করেন।

তার মতে, ‘একজন খেলোয়াড়ের প্রতি এটি খুবই বেশি চাপ হয়ে যাচ্ছে। কিন্তু ওই পেনাল্টি মিসের জন্য আমাদেরও দায় আছে। কাজেই কেবল মেসিকেই দোষী করা যাবে না।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত