থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের পথে টাইগ্রেসরা

প্রকাশ : ০৭ জুন ২০১৮, ১২:৫২

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে ১০তম ম্যাচে বোলারদের দারুন পারফরমেন্সে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালের একধাপ এগিয়ে  গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ ০৭ জুন (বৃহস্পতিবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে বাংলার বাঘিনীরা।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান করে থাইল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ নাত্তাইয়া বুচ্চাথাম ২২ বলে ২ চারে ১৫ রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২টি ইউকেট নেন। নাহিদা আক্তার ৪  ওভারে ১০ রান দিয়ে ২টি উইকেট নেন। জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ ১টি করে উইকেট  নেন।

৬১ রানের তারা করতে নেমে ১১.১ ওভারে মাত্র ১টি উইকেট হারিয়ে ৬২ রান করে ম্যাচ জিতে যায় টাইগ্রেসরা। দলের হয়ে সর্বোচ্চ  অপরাজিত আয়শা রহমান ২৮ বলে ২ চারে ২৫ রান এবং নিগার সুলতানা ২৮ বলে ৩ চারে ২৫ রান করেন।

থাই দলের হয়ে চানিদা সুত্থিরুয়াং ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সালমা খাতুন।

এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ০৯ জুন (শনিবার) লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে এবং শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রতিপক্ষ ভারতের কাছে হার মানে তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে আগামী ১০ জুন (রবিবার) ফাইনাল খেলার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত