বিশ্বকাপে ফিরতে আত্মবিশ্বাসী সালাহ

প্রকাশ : ২৮ মে ২০১৮, ১৫:৪৬

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের অধিনায়ক সের্হিও রামোসের সঙ্গে বল কাড়াকাড়ির লড়াইয়ে কাঁধে চোট পেয়েছেন লিভারপুল তারকা ও মিশরয়িা রাজা মোহাম্মদ সালাহ। এই চোটে রাশিয়া বিশ্বকাপে তার থাকা নিয়ে শুরুতে সংশয় ছিল। যদিও মিশরের এই ফরোয়ার্ড আত্মবিশ্বাসী- বিশ্বকাপের আগেই ফিরতে পারবেন তিনি।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড কিয়েভে রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোসের ভয়ানক চ্যালেঞ্জে আঘাত প্রাপ্ত হয়েছিলেন। ফাইনালের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়ে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতেন। তাই মাঠ ছাড়ার সময় কান্নায় চোখ ভিজিয়ে মাঠ ছেড়েছেন।

যদিও এই তারকা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভক্তদের ভালোবাসায়। নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন এভাবেই, ‘কালকের রাতটা আমার জন্যে কষ্টদায়ক ছিল। আমি একজন যোদ্ধা। যত বাধাই থাকুক, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়া বিশ্বকাপে ফিরতে পারবো। সেখানে সবাইকে গর্বিত করতে পারবো। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে শক্তি যোগাবে, যা আমার প্রয়োজন।’

মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘সালাহর ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী দেশটি। তার চোট আক্রান্ত স্থানের এক্সরে শেষে দেখা গেছে কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত