অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপের চ্যাম্পিয়ন টাঙ্গাইল জেলা

প্রকাশ : ০৯ মে ২০১৮, ১৫:১৪

সাহস ডেস্ক

জেএফএ কাপ নারী অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শাহেদার জোড়া গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন  হয়েছে টাঙ্গাইল জেলা। 

০৮ মে (মঙ্গলবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঠাকুরগাঁওকে ৩-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল।

ম্যাচের প্রথমার্ধে ২৫ ও ৩৫ মিনিটে দুই গোল করে দলগে এগিয়ে নেন শাহেদা। এবং দলের সাফল্যে সবচেয়ে বড় অবদান এই টাঙ্গাইল  ফরোয়ার্ডের। এরপর আর কোনো গোল না হলে ২-০ গোল নিয়ে বিরতিতে যায় দু’দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুতে উন্নতি খাতুনের গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ঠাকুরগাঁওয়ের। এরপর বেশ কয়েকটি সুযোগ  পেয়েছিল টাঙ্গাইল, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি। তাই ৩-০ গোলের জিয়ে নিয়ে জেএফএ কাপের চ্যাম্পিয়ন  হয় টাঙ্গাইল জেলা।

টাঙ্গাইলের কোচ গোলাম রায়হান বাপন খুশি হয়ে ম্যাচ শেষে বলেছেন, ‘এ প্রতিযোগিতায় মেয়েদের দল নিয়ে এটাই আমার প্রথম  সাফল্য। যুব গেমসের পরই দল নিয়ে কাজ শুরু করি। দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে শিরোপা জিতে খুব খুশি হয়েছি।’

চ্যাম্পিয়নদের অধিনায়ক ফারজানা খানমের চোখ আগামীর দিকে, ‘গ্রুপ পর্বে ঠাকুরগাঁওকে হারালেও ফাইনাল নিয়ে কিছুটা শঙ্কা ছিল।  আশা করি, আমাদের দল থেকে অনেকেই বিভিন্ন বয়সভিত্তিক দলে ডাক পাবে।’

ঠাকুরগাঁওয়ের কোচ জয়নুল ইসলাম হারের জন্য দুর্ভাগ্যকে দায়ী করলেন ম্যাচশেষে, ‘গতকাল রাতে আমাদের দলের চার ফুটবলারের  পেট খারাপ হয়ে যায়। তাই আজ তারা স্বাভাবিক খেলা খেলতে পারেনি, আর সেজন্য আমরা হেরেছি।’

জেএফএ কাপ টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছে শাহেদা।
সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত