রোনালদোকে হারাল নেদারল্যান্ডস

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৬:২৭

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সব দলগুলো। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

২৬ মার্চ (সোমবার) দিবাগত রাতে ৩-০ গোলে নেদারল্যান্ডসের কাছে হেরেছে সিআর সেভেন’র পর্তুগাল।

ম্যাচের ১২তম মিনিটে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ও অলিম্পিক লিওনের বর্তমান ফরোয়ার্ড মেমফিস ডেপায়।  

পরে ৩২তম মিনিটে চমৎকার হেডে দ্বিতীয় গোলটি করেন তুরস্কের ক্লাব বেসিকতাস জে কে’র স্ট্রাইকার ও সাবেক লিভারপুলের ফুটবলার রায়ান বাবেল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন লিভারপুল তারকা ভারগিল ভ্যান ডাইক। 

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল রোনালদোর নেতৃত্বধীন দলটি। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। ৬১তম মিনিটে রাইটব্যাক জোয়াও ক্যানসেলো লাল কার্ড দেখলে ১০ সদস্য নিয়ে খেলতে থাকে পর্তুগিজরা। তার কিছুক্ষণ পর বেঞ্চে বসেন সিআরসেভেন। এরপর আর কোন গোল পায়নি দু’দলই। এতে ৩-০ গোলে পর্তুগিজদের হারায় নেদারল্যান্ডস।

গত ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলেছিল মিশর। সে ম্যাচে মিশরের বিপক্ষে প্রস্তুতিটা ভালোই সেরেছেন রোনালদো। ওই ম্যাচে তার জোড়া গোলে জিতে যায় পর্তুগাল। ২-১ জয় পায় রোনালদো বাহিনী।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত