পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ১৮:০৫

সাহস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরের ফাইনালে পেশোয়ার জালমিকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

২৫ মার্চ (সোমবার) করাচিতে পেশোয়ারকে ৩ উইকেটে হারিয়েছে ইসলামাবাদ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান করে পেশোয়ার জালমি। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ সিজে জরদান ২৬ বলে ১ চার ৩ ছয়ে ৩৬ রান, এলএ ডওসন ৩০ বলে ১ চার ১ ছয়ে ৩৩ রান করেন।

ইসলামাবাদের হয়ে বল হাতে সর্বোচ্চ শাহদাব খান ৩টি, এসআর পেটেল ও হুসাইন তালাত ২টি, এবং মোহম্মদ সামি ও ফাহিম আশরাফ ১টি করে উইকেট নেন।

জবাবে খেল নেমে ১৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান করে ইসলামাবাদ ইউনাইটেড। দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ লাক রঞ্চি ২৬ বলে ৪ চার ৫ ছয়ে ৫২ রান, সাহেবজাদা ফারহান ৩৩ বলে ৫ চার ১ ছয়ে ৪৪ রান এবং অপরাজিত আসিফ আলী ৬ বলে ৩ ছয়ে ২৬ রান করেন।

পেশোয়ারের হয়ে বল হাতে সর্বোচ্চ হাসান আলী, ওহাব রিয়াজ ও সিজে জরদান ২টি করে এবং উমাইদ আসিফ ১টি উইকেট নেন।

পেশোয়ার জালমিকে ৩ উইকেট ও ১৯ বলে হারিয়ে দ্বিতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। 

ম্যাচসেরা হয়েছেন লাক রঞ্চি।

এদিন ফাইনাল ম্যাচকে লক্ষ্য করে বাংলাদেশের সাব্বির রহমানকে করাচিতে উড়িয়ে নেয়া হয়েছিল। কিন্তু মূল একাদশে ছিলেন না সাব্বির রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত