বল টেম্পারিংয়ের অভিযোগ, শাস্তি অসিদের

প্রকাশ : ২৫ মার্চ ২০১৮, ১৫:৪৭

সাহস ডেস্ক

কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া চলতি টেস্ট সিরিজ শুরু থেকেই আছে বিতর্কের মুখে। এবার বল টেম্পারিংয়ের অভিযোগে ফেঁসে যাচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তাকে তদন্তের আওতায় এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার দুর্নীতি বিরোধী ইউনিট। তাদের বোর্ড আইসিসির বাইরেও শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে পুরো দলকে। তাতে তার নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন উঠছে।

প্যাট কামিন্সের পর বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। তৃতীয় দিনে টিভিতেই ধরা পড়ে এমন ঘটনা। তাতে দেখা যায় হলুদ সদৃশ বস্তু ব্যানক্রফটের হাতে। এরপর চলে বলের ওপর বিকৃতি ঘটানোর চেষ্টা। বিষয়টি যে গোপনীয় তা আরও পরিষ্কার হয় যখন এই বস্তুটি তিনি ফেলে দেন নিজের পরিধান করা ট্রাউজারের ভেতর!

অবশ্য এমন ঘটনার পর বল পাল্টাননি আম্পায়াররা। এমনকি ৫ রান জরিমানাও করেননি এমন অনফিল্ড কাণ্ডের জন্যে। অবশ্য এমন কাণ্ডের কথা স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা। তিনি জানিয়েছেন, ‘ম্যাচ অফিসিয়ালের সঙ্গে কথা বলেছি। আমার বিরুদ্ধে বলের বিকৃতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।’

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত