শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাকিব

প্রকাশ : ১৫ মার্চ ২০১৮, ১৭:২৮

সাহস ডেস্ক

কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচে দলে ফিরছেন চোট কাটিয়ে সুস্থ হওয়া সাকিব।

গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন এই তারকা। ধারণা করা হয় নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। তবে পরে চোট এতই গুরুতর হয় যে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো আসেন। কলম্বো থেকে যান অস্ট্রেলিয়ায়।

আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) বিসিবি এক ঘোষণায় জানায়, সাকিব খেলার মতো যথেষ্ট ফিট। এজন্য তাকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে কলম্বো রওনা হয়েছেন সাকিব। বিকেলে কলম্বোতে দলের সঙ্গে দেখা যাবে তাকে।

সাহস২৪.কম/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত