আজ টাইগারদের সামনে শ্রীলঙ্কা

প্রকাশ : ১০ মার্চ ২০১৮, ১২:৫৩

সাহস ডেস্ক

গত ত্রিদেশীয়, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেই শ্রীলঙ্কার বিপক্ষেই নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামতে যাচ্ছে টাইগাররা।

আজ ১০ মার্চ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠের ব্যর্থতার পর নিদাহস ট্রফিতেও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। এ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে হেরেছে টাইগার বাহিনী। তবে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের। ফর্মের তুঙ্গে থাকা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে ‘বিশেষ কিছু’ করতে হবে বাংলাদেশকে।

শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচই টনিক হিসেবে কাজ করতে পারে মাহমুদউল্লাহদের আত্মবিশ্বাস ফেরাতে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষেই কুড়ি ওভারের জয়ের দেখা পেয়েছিল টাইগারা। গত বছরের এপ্রিলে কলম্বোয় ৪৫ রানের জয় পেয়েছিল তারা মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচে।

খেলোয়াড়রা আত্মবিশ্বাস জোগাতে পারেন কলম্বোর ম্যাচ থেকে। ভারতের বিপক্ষে আগের ম্যাচের ভুল শুধরে নতুন অধ্যায়ের শুরু হতে পারে আজ প্রেমাদাসার এই ম্যাচ দিয়ে। আগের ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল সবচেয়ে বেশি। ১২০ বলের খেলায় ব্যাটসম্যানরা দিয়েছেন ৫৫টি ডট বল! ‘অতি’ রক্ষাণাত্মক মানসিকতা টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে।

ব্যর্থতার বৃত্ত ভেঙে হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে পারে মাহমুদউল্লাহরা একটি জয়ের মাধ্যমে। আজকের ম্যাচ দিয়েই সেটা হোক না! অনুপ্রেরণার জন্য কলম্বোর টি-টোয়েন্টি তো সঙ্গী হিসেবে থাকছেই বাংলাদেশের।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত