বাছাই পর্বে হেরে বিশ্বকাপে ধাক্কা আফগানদের

প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৮:৩৯

সাহস ডেস্ক

২০১৯ বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাড়া ফেলেছিল আফগানিস্তান। কিন্তু আজ বাছাই পর্বের প্রথম খেলায় স্বাগতিক আফগানিস্তনের বিপক্ষে অপরাজিত কালাম ম্যাকলিওডের ১৫৭ রানের ইনিংসে জিতে যায় স্কটল্যান্ড।

আজ ০৪ মার্চ (রবিবার) বুলাওয়েতে স্কটল্যান্ডে সাথে ৭ উইকেটে হেরে বিশ্বকাপে ধাক্কা খেলো আফগানরা।

টসে হেরে আগে ব্যাটিং পেয়ে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৫ রান তোলেন আফগানরা। ৮ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। এ অলরাউন্ডার ৯২ রানে রানআউটের শিকার হয়ে ফিরে যায় সাজঘরে। নাজিবুল্লাহ জাদরান ৬৭, ওপেনার মোহাম্মদ শাহজাদ ৩০ রান করে আউট হন। 

তিনটি করে উইকেট লাভ করেন বেরিংটন ও ব্র্যাড হুইলার। সাফিয়ান শরীফ দু’টি ও বাকি উইকেটটি নেন স্পিনার মার্ক ওয়াট।

জবাবে ২৫৬ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই টপকে যায় স্কটিশরা। ম্যাকলিওড অপরাজিত থেকে ১৪৬ বলে ২৩টি চার ও ১টি ছক্কায় ১৫৭ রান করেন।

২১ রানে দুই উইকেট হারানোর পর ম্যাকলিওডের সঙ্গে ২০৮ রানের জুটি গড়া রিচি বেরিংটনের ব্যাট থেকে আসে ৯৫ বলে ৬৭। 

দুই স্পিন সেনসেশন মুজিব উর রহমান দু’টি ও অন্য উইকেটটি নেন রশিদ খান। ম্যাচ সেরা হয়েছেন কালাম ম্যাকলিওড।

১০ দলের বাছাইপর্ব থেকে সেরা দু’টি টিম নাম লেখাবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে। অন্যতম ফেভারিট আফগানিস্তানের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

পাঁচ দলের ‘বি’ গ্রুপে আফগানদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ৬ মার্চ (মঙ্গলবার) বুলাওয়েতে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত