রিয়ালের বিপক্ষে লড়তে প্রস্তুত পিএসজি

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪৬

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে লিয়ালের বিপক্ষে লড়বে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। 

আগামী ১৪ ফেব্রুয়ারি (বুধবার) সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজি লড়বে রিয়ালের বিপক্ষে।

তার আগে শেষ প্রস্তুতিটা দারুণভাবে সারলো স্প্যানিশ জায়ান্টরা। সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে প্রমাণ করলো ফরাসি প্রতিপক্ষকে মোকাবিলায় তারা প্রস্তুত।

এদিকে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পিএসজির বিপক্ষে নামার আগে দলের প্রাণভোমরার দুর্দান্ত ফর্মে ফেরা আত্মবিশ্বাসী করে তুলছে জিদানের রিয়ালকে।

জিদানে বলেছেন, ‘আমরা শুরু থেকে যেমনটা চেয়েছিলাম তার সবকিছু ছিল ইতিবাচক। প্রথম মিনিটে গোল করলে কাজ সহজ হয়ে যায়। প্রথমার্ধটা ছিল উজ্জীবিত ও দৃঢ়। আমরা এই তিন পয়েন্টে সন্তুষ্ট। বুধবারের খেলার প্রস্তুতির জন্য এটা ছিল ভালো উপায়।’

রোনালদো কঠিন সময় কাটিয়ে উঠেছেন বিশ্বাস জিদানের। প্রথম ১৪ লা লিগায় মাত্র ৪ গোল করেছিলেন পঞ্চম ব্যালন ডি’অর জয়ী। সেখানে শেষ চার ম্যাচেই করেছেন ৭ গোল। তিনি ফর্মে ফেরায় খুশি রিয়াল কোচ, ‘রোনালদোর গোল দেখে আমরা খুশি।’

রিয়ালের এবারের রক্ষণ কিছুটা দুর্বল। টানা ৫ ম্যাচ ধরে তারা তাদের গোলমুখ সামলাতে পারেনি। জিদানে এনিয়ে সতর্ক। বুধবারের প্রথম লেগে পিএসজিকে অ্যাওয়ে গোলের সুবিধা দিতে চান না ফরাসি কোচ, ‘আমরা জানি বুধবারের লড়াই নকআউটের, অ্যাওয়ে গোল খেলে পিছিয়ে পড়বো। আমাদের অবশ্যই এনিয়ে কাজ করতে হবে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত