টেস্টে হেরে রেটিং কমলো বাংলাদেশের

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৭

সাহস ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের পর টেস্ট র‌্যাংকিংয়ে আটে ওঠার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিক বাংলাদেশের। শুধু প্রয়োজন ছিল মিরপুর টেস্টে একটি জয় কিংবা ড্র। কিন্তু জয়’তো পেলোই না বরং ম্যাচটি তিন দিনেই জিতে নিয়েছে শ্রীলঙ্কা। তাতে বাংলাদেশের অবস্থান ঘুরে গিয়ে উল্টো এক রেটিং হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
 
নবম স্থানে থাকা বাংলাদেশের বর্তমান রেটিং ৭১। তাদের চেয়ে ৭২ রেটিং নিয়ে আটে আছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কার রেটিং ছিল ৯৩। শেষ টেস্ট জিতে তাদের অবস্থানের হেরফের না হলেও রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৯৫!
 
চট্টগ্রাম টেস্ট ড্র হওয়ার পর ঢাকা টেস্টে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে বাংলাদেশ দল। ৩৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানেই! তাতে বরণ করতে হয়েছে ২১৫ রানের হার!
 
টেস্ট র‌্যাংকিং
 
র‌্যাংকিং দল রেটিং
১ ভারত ১২১
২ দক্ষিণ আফ্রিকা ১১৫
৩ অস্ট্রেলিয়া ১০৪
৪ নিউজিল্যান্ড ১০০
৫ ইংল্যান্ড ৯৯
৬ শ্রীলঙ্কা ৯৫
৭ পাকিস্তান ৮৮
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭২
৯ বাংলাদেশ ৭১
১০ জিম্বাবুয়ে ১
 
সাহস২৪.কম/খান/আল মনসুর 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত