সাকিবের অভাব পূরণ করা চ্যালেঞ্জিং: মাহমুদউল্লাহ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৫

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে বাঁহাতে ইনজুরিতে পরেন সাকিব আল হাসান। বাঁহাতের ইনজুরির কারনে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন এ অলরাউন্ডার। 

০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকায় শুরু হতে যাওয়া টেস্টেও থাকা হচ্ছে না সাকিবের। সব মিলিয়ে সিরিজ নির্ধারণী টেস্টে সাকিবের অভাব প্রভাব ফেলবে। ম্যাচের আগে সেই কথা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

০৭ ফেব্রুয়ারি (বুধবার) মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সাকিবের অভাব পূরণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। সে আমাদের অন্যতম চালিকাশক্তি। তার কারনে দলের ভারসাম্য থাকে। কারন সে একইসঙ্গে বিশ্বমানের ব্যাটসম্যান ও বিশ্বমানের বোলার। সব দিক থেকে পরিপূর্ণ একজন ক্রিকেটার।’

এই অবস্থায় দলের সবাইকে মিলে সাকিবের অভাব পূরণ করতে বলেছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের যে স্পিন আক্রমণ আছে, তাদের ওপর আমার বিশ্বাস আছে। হয়ত বা সাকিবের অভাব পূরণ করা সম্ভব নয়। তারপরও সবাই মিললে কিছুটা হলেও সম্ভব হবে।’

চট্টগ্রামের মতো ঢাকাতেও ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে থাকবে জেতার লক্ষ্য, ‘অবশ্যই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবো। আমাদের জেতার জন্য খেলতে হবে। চট্টগ্রামের মতো ঢাকাতে আমাদের ব্যাটসম্যানরা ইতিবাচক এবং আক্রমণাত্মক থাকবে। উইকেট দেখে মনে হচ্ছে শুকনো, আমরা ফল প্রত্যাশা করতেই পারি। এখানে স্পিনাররা সহায়তা পাবে।’

চট্টগ্রাম টেস্ট শুরুর আগে হুট করেই উড়িয়ে আনা হয়েছিল অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে। যদিও প্রথম টেস্ট খেলানো হয়নি। তবে চার বছর পর ঢাকাতে খেলার যথেষ্ট সম্ভাবনা আছে তার। কিছুদিন আগে ঘরোয়া ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়া এই স্পিনার প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘উনি (রাজ্জাক) ভালোভাবেই আমাদের বিবেচনায় আছেন। যদিও আমরা এখনও একাদশ চূড়ান্ত করিনি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে চূড়ান্ত করবো। আর বোলিং কম্বিনেশন কী হবে, এ ব্যাপারে এখনও বলা যাচ্ছে না। তারপরও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা ভালো একটি কম্বিনেশন দাঁড় করাবো।’

ঢাকা টেস্টে ড্র কিংবা ১-০ ব্যবধানে জিতলেই র‌্যাংকিংয়ে আট নম্বরে উঠে আসবে বাংলাদেশ দল। সেই হিসেবে ঢাকা টেস্টে ভালো করাটাও খুব গুরুত্বপূর্ণ। 

মাহমুদউল্লাহ অবশ্য র‌্যাংকিং নিয়ে ভাবছেন না, ‘প্রথম কথা হচ্ছে র‌্যাংকিং নিয়ে ভেবে খুব একটা লাভ নেই। আমাদের মনোযোগ থাকবে ম্যাচ জেতার দিকে। জিততে পারলে এমনিতেই সামনের দিকে এগিয়ে যাবো।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত