তামিমের রেকর্ড ভাঙ্গলেন মুমিনুল

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৮

সাহস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে বীরোচিত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ইতোমধ্যে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এরই মধ্যে তামিম ইকবালের রেকর্ড ভেঙে দিয়ে দারুণ একটি রেকর্ডের মালিকও হয়ে গেলেন বাঁহাতি লিটল মাস্টার।

০৪ ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রাম টেস্টে তামিমকে হটিয়ে রেকর্ড গড়লেন মুমিনুল।

এতদিন পর্যন্ত বাংলাদেশের হয়ে এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ২৩১ রান নিয়ে সবার ওপরে ছিলেন ওপেনার তামিম ইকবাল। তবে বাংলাদেশের ব্র্যাডম্যান খ্যাত মুমিনুল প্রিয় মাঠ চট্টগ্রামে সেটা ভেঙে দিলেন।

প্রথম ইনিংসে মুমিনুল ১৭৬ রান করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেই এই রেকর্ডের মালিক হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুমিনুল ৭২ রানে অপরাজিত আছেন।

এর আগে ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২০৬ রানের দানবীয় এক ইনিংস খেলেন তামিম। সে ম্যাচটি ড্র হলে ম্যাচ সেরাও হন তামিম।
সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত