সবার অক্লান্ত পরিশ্রমের ফসল এ শিরোপা: চান্ডিমাল

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৫:১৪

সাহস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ ফাইনালে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে শিরোপা জিতেছে চন্ডিকা হাতুরুসিংহের শ্রীলংকা। এই শিরোপা জয়ের পিছনে ছিলো অক্লান্ত পরিশ্রম।

এই সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কাকেই পিছিয়ে রেখেছিল প্রায় সবাই। তারাই জিতে নিলো শিরোপা। অধিনায়ক দিনেশ চান্ডিমাল জানালেন এ সাফল্যের রহস্য।

তিন জাতির এ টুর্নামেন্টে স্বাভাবিকভাবে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। কারণ তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ, যারা দেশের মাটিতে অপ্রতিরোধ্য। অন্য দল জিম্বাবুয়ে, যাদের কাছে লঙ্কানরা সর্বশেষ সিরিজ হেরেছিল নিজ মাঠেই। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় তো ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে দেখছিল অনেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টানা দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠলো তারা এবং সেখানেও স্বাগতিকদের হারিয়ে দিলো।

ঘুরে দাঁড়ানো জয়ের উচ্ছ্বাসটা অনেক বেশি চান্ডিমালের, ‘আমরা অনেক বেশি খুশি। এসব কিছু হয়েছে অক্লান্ত পরিশ্রমের কারণে। প্রথম দুটি ম্যাচ হারার পর এ ধরনের প্রতিযোগিতায় ফেরা কঠিন। ছেলেরা মনপ্রাণ দিয়ে অনুশীলন করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাই এ সিরিজে খেলা প্রত্যেকে এ জয়ের দাবিদার।’

উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকবেলার জুটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বললেন চান্ডিমাল। শুষ্ক উইকেটে তাদের ৭০ রানের জুটি স্বস্তি ফেরায় শ্রীলঙ্কার। অধিনায়ক বলেছেন, ‘উইকেট ছিল কঠিন। আমি টস জিততে চেয়েছিলাম। উপুল ও ডিকবেলাকে কৃতিত্ব দিতেই হয়, তারা ৭০ রানের জুটি গড়েছে। ওটাই ছিল টার্নিং পয়েন্ট। ২০ ওভার পর বুঝতে পেরেছি, ২২০-২৩০ হলে জেতার মতো রান হবে।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসা করে চান্ডিমাল বলেছেন, ‘তিনি সত্যিই একজন ভালো কোচ। আমাদের অনেক আত্মবিশ্বাস জুগিয়েছেন, প্রত্যেককে। এটাই আসল ব্যাপার। কোচের ওপর আস্থা রাখলে ভালো ফল আসবেই। খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কঠোর পরিশ্রমে এ সাফল্য এসেছে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত