এক’শ পার হল না বাংলাদেশের

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪৪

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ২৪ ওভারে মাত্র ৮২ রানে সব উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। 

ইনিংসের অর্ধেক ওভারও খেলতে পারেনি মাশরাফি বিন মতুর্জার দল। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

এর আগে তিন ওভারের ব্যবধানে ফিরে যান এনামুল হক বিজয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ইনিংসের পঞ্চম ওভারে তামিম আউট হলে ৩ উইকেটে ১৬ রান নিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর ১১তম ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সার হুক করতে গিয়ে ফাইন লেগে দুশ্মন্ত চামারার তালুবন্দী হন মাহমুদউল্লাহ। 

এমন বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে মুশফিক–সাব্বিরের ব্যাটে তাকিয়ে ছিল বাংলাদেশ দল। কিন্তু অস্থিরতার পরিচয় দিয়ে দ্রুতই ফিরে যান সাব্বির। ১৭তম ওভারে থিসারা পেরেরাকে মিড অনে তুলে মারতে গিয়ে শেহান মাদুশঙ্কার তালুবন্দী হন। তাঁর আউটে বাংলাদেশের বিপর্যয় আরও ঘনীভূত হয়। এরপর, বাকিরা বেশিক্ষণ টিকে থাকতে পারলো না।

সংক্ষিপ্ত স্কোর: 
তামিম ৫, এনামুল ০, সাকিব ৮, মুশফিক ২৬, মাহমুদুল্লাহ ৭, সাব্বির ১০, আবুল হাসান ৭, নাসির ৩, মাশরাফি ১, রুবেল ০, অপরাজিত মোস্তাফিজ ১।

শ্রীলংকার হয়ে বল হাতে সুরাঙ্গা লাকমাল ৩ উইকেট এবং দুসমানথা চামিরা, তিসারা পেরেরা ও লাকসান সান্দাকান ২টি করে উইকেট নিয়েছেন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত