লিগ কাপের ফাইনালে আর্সেনাল

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১২:১৫

সাহস ডেস্ক

লিগ কাপের সেমিফাইনালে চেলসির বিপক্ষে নির্ভরযোগ্য তারকা অ্যালেক্সিস সানচেজকে ছাড়াই জয় পেয়েছে আর্সেনাল। ৭ বছরে প্রথমবার লিগ কাপের ফাইনালে উঠেছে ওয়েঙ্গারের দল।

২৪ জানুয়ারি (বুধবার) রাতে ঘরের মাঠে চেলসির বিপক্ষে ২-১ গোলে জিতে ম্যানসিটির সঙ্গে শিরোপার লড়াই নিশ্চিত করলো স্বাগতিক আর্সেনাল।

মাত্র ৭ মিনিটে ইডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু প্রতিপক্ষকে আত্মঘাতী গোল উপহার দেন তাদের ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ১২ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। গ্রানিত ঝাকার ৬৭ মিনিটের গোলে ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে লড়াইয়ের টিকিট কাটে তারা।

ম্যানচেস্টার ইউনাইটেডে চলে গেছেন আর্সেনালের নির্ভরযোগ্য তারকা অ্যালেক্সিস সানচেজ। হাল না ছেড়ে এই তারকাকে ছাড়াই ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল বাহিনী।

ওয়েঙ্গারের দল এফএ কাপের গত মৌসুমে ম্যানসিটিকে সেমিফাইনালে হারায় এবং ফাইনালে জেতে চেলসির বিপক্ষে। ফরাসি কোচের ২১ বছরের মেয়াদে প্রথমবার লিগ ট্রফি জেতার পথে চিরচেনা প্রতিদ্বন্দ্বীকে পেয়ে তাই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছে আর্সেনাল। 

১৯৯৩ সালে সর্বশেষ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল গানাররা। ওয়েঙ্গারের শিষ্যরা ২০১১ সালে সর্বশেষ ফাইনালে বার্মিংহ্যাম সিটির কাছে হারায় শিরোপা।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত