শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১২:০২

সাহস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২টায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বাহিনী।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। একমাত্র তারাই এখন পর্যন্ত অজেয়। আগামী ২৭ জানুয়ারি ফাইনালে খেলার আগেও লিগের শেষ ম্যাচ জিততে চায় মাশরাফি মুর্তজারা।

বাংলাদেশের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদের দাবি, ‘শ্রীলঙ্কা ম্যাচকে ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মিডল অর্ডারের ব্যাটিংয়ে উন্নতির দিকে নজর থাকবে স্বাগতিকদের।’

আগের দেখায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩২০ রান করেছিল। এরপর তারা লঙ্কানদের গুটিয়ে দেয় ১৫৭ রানে।

রান রেটে জিম্বাবুয়ের (-১.০৮৭) চেয়ে খানিকটা এগিয়ে (-০.৯৮৯) শ্রীলঙ্কা।  ৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ৪ করে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত