জিম্বাবুয়েকে ১৯৮ রানে থমকে দিয়েছে শ্রীলঙ্কা

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:০৯

সাহস ডেস্ক

বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হবে শ্রীলঙ্কার। টিকে থাকার প্রতিযোগিতায় জিম্বাবুয়েকে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছে শ্রীলংকা।

২১ জানুয়ারি (রবিবার) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯৯ রানের  টার্গেট দিয়েছে জিম্ববুয়ে।

বাঁচা-মরার লড়াই বলেই আজকে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামে লঙ্কানরা। বাঁহাতি স্পিনার লাকসান সান্দাকানকে ভিড়িয়েছে একাদশে। এ নিয়ে আজকে দু’জন ফ্রন্ট লাইন স্পিনার নিয়ে খেলছে শ্রীলঙ্কা। 

ব্যাট করতে নেমে মাসাকাদজা ব্যক্তিগত ২০ রানে আউট হন থিসারা পেরেরার বলে। এই পেরেরার বোলিংয়েই টপ অর্ডারে ধস নামে জিম্বাবুয়ের। ফিরে যান ক্রেগ আরভিন (২), সলোমন মিরে (২১)। এরপর কিছুক্ষণ প্রতিরোধ দিয়ে খেলেন ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালার। তাদের জুটিতে আসে সর্বোচ্চ ৬৬ রান। সর্বোচ্চ ৫৮ রান করে সাজ ঘরে ফিরেণ টেলর। মোট ৪৪ ওভারে দলীয় ১৯৮ রান করে থেমে যায় জিম্ববুয়ে।

প্রদীপ ৮ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর টপ অর্ডারে ধস নামানো থিসারা পেরেরা ৮ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। ১০ ওভারে ৫৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

জিম্বাবুয়ের দেওয়া ১৯৮ রানের তাড়া করতে ব্যাট হাতে নেমেছেন হাতুরু বাহিনী।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত