মানুষের সঙ্গী রোবট বিড়াল

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৪

সাহস ডেস্ক

একটি চীনা কোম্পানি এলিফ্যান্ট রোবোটিকস নিয়ে আসছে রোবট বিড়াল। বাস্তব বিড়ালের মতো অনুভূতি না থাকলেও এ রোবটটি মানুষকে সঙ্গ দিবে।

গৃহস্থালি এই রোবট দেখতে অনেকটা বিড়ালের মতোই। মার্সক্যাট নামে রোবট বিড়ালগুলো আনা হয়েছে চারটি রঙে-সাদা, কালো, ধূসর ও হালকা গোলাপি। রোবটটির মধ্যে যুক্ত করা হয়েছে ছয়টি উন্নতমানের টাচ সেন্সর। থাকছে পাঁচ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার মাধ্যমে এটি কোনো কিছু দেখতে পাবে।

এলিফ্যান্ট রোবোটিকস জানায়, মার্সকেটের সঙ্গে চুটিয়ে গল্প করা যাবে, কথার সঙ্গে সঙ্গে এটি ‘মিয়াও’ বলে সম্মতি জানাবে। অন্তত ২০টি শব্দ শনাক্ত করতে পারবে রোবট বিড়ালটি।

জানা যায়, এই মার্সকেটের দাম পড়বে ১২৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ ১০ হাজার টাকার চেয়েও বেশি।

সূত্র: দ্য ভার্জ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত