নতুন সোশ্যাল মিডিয়া ‘শুলেস’

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৮:০২

গুগলে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘শুলেস’ একই কমিউনিটির মানুষদেরকে এক জায়গায় জড় হতে সাহায্য করবে।

মূলত গুগল শুলেস অ্যাপটি অচেনা জায়গায় আপনাকে বন্ধ খোঁজে পেতে সাহায্য করবে।

গুগল নিরাপত্তা বিষয় নিশ্চিত করতে, অ্যাপ ইনস্টল করার পরে যেকোনো কমিউনিটিতে প্রবেশ করতে ভেরিফিকেশনের মাধ্যমে জয়েন্ট করতে হবে। আর গুগলের নীতিমালার অনুসরণ করে শুলেস-এর কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্প্রতি গুগল প্লাসের নিরাপত্তা ইস্য এবং ম্যানেজমেন্টের অভাবে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরে এবার শুলেস চালু করেছে প্রতিষ্ঠানটি।

প্রাথমিকভাবে শুলেস অ্যাপটি শুধমাত্র যুক্তরাষ্ট্র থেকে অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত