হুয়াওয়েকে শর্ত দিলেন অ্যাঞ্জেলা মার্কেল

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩

সাহস ডেস্ক

জার্মানিতে ফাইভজি প্রযুক্তি নিয়ে কাজ করতে হলে চীনা প্রশাসনের হাতে কোনো তথ্য দেওয়া যাবে না বলে হুয়াওয়েকে শর্ত দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

জাপান ভ্রমণকালে কিও বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কেল।

প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চীনা সরকারকে কোনো তথ্য দেবে না হুয়াওয়ে, এমন গ্যারান্টি চায় জার্মানি। দেশটিতে ফাইভজি প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে তাদের এই শর্ত মানতে হবে।’

তিনি আরও বলেন, ‘তথ্যের নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রতিষ্ঠান জার্মানিতে কাজ করতে চায় তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে চীনা সরকার তাদের চীনা পণ্যের তথ্য নিয়ন্ত্রণ করতে পারবে না।’

সম্প্রতি পশ্চিমা রাষ্ট্রগুলোতে হুয়াওয়ের সময় খারাপ যাচ্ছে। কিছু রাষ্ট্র অভিযোগ তুলেছে, হুয়াওয়ের ফাইভজি প্রযুক্তি রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকি ফেলতে পারে। তবে বরাবরই হুয়াওয়ে এমন আশঙ্কাকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

সাহস২৪কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত