ফেসবুক সবচেয়ে বড় দুর্নীতিবাজ: অ্যারন গ্রিন্সপ্যান

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩৪

সাহস ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সবচেয়ে বড় দুর্নীতিবাজ। এই মাধ্যমটির প্রায় ১০০ কোটি অ্যাকাউন্টই ভুয়া বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ছোটবেলার বন্ধু অ্যারন গ্রিন্সপ্যান।

ভুয়া অ্যাকাউন্টের কারণে গ্রাহকদের কতটা সমস্যায় পড়তে হয় ফেসবুক সবসময়ই সেটা লুকানোর চেষ্টা করেছে। বর্তমানে ফেসবুকে যত প্রোফাইল রয়েছে তার অর্ধেকই ভুয়া। এসবের মাধ্যমে এতটাই মিথ্যা সংবাদ ছড়িয়েছে যে, বিভিন্ন দেশের প্রশাসনও এর ফাঁদে পড়েছে।

গ্রিন্সপ্যানের দেওয়া সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছে ফেসবুক। তারা বলছে, ভুয়া প্রোফাইল ফেসবুকে রয়েছে। তবে তা তিন থেকে চার শতাংশের বেশি না।

২০০৪ সালে হার্ভার্ডে থাকাকালীন গ্রিনস্প্যান প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট চালু করেছিলেন। জাকারবার্গ সেটারই নকল করে ফেসবুক গড়ে তোলেন। কিন্তু এর বিনিময়ে তিনি গ্রিনস্প্যানকে কোন অর্থ পরিশোধ করেননি এবং তার অনুমতিও নেননি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত