আম বয়ানের মধ্যদিয়ে আগামীকাল শুরু হবে ইজতেমা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০

সাহস ডেস্ক

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ৫৪ তম ইজতেমার মূল আনুষ্ঠানিকতা।

ইতিমধ্যেই মুসুল্লিরা ইজতেমা ময়দানে এসে অবস্থান নিয়েছেন। মুসল্লিদের আগমনে ইজতেমা ময়দান কানায় কানায় ভরে উঠেছে। মুসল্লিদের পদচারণায় ইজতেমা ময়দান ও তার আশপাশ এখন মুখুরিত। যোগ দিয়েছেন বিদেশী মেহমানরাও।

ইজতেমার বিবাদমান দুই গ্রুপের সম্মতিতেই এবার ইজতেমা ১৫ -১৬ ও ১৭-১৮ দুই দিন করে চারদিন করা হয়েছে। মাওলানা যুবায়ের গ্রুপের অনুসারী সাথীরা  ১৫ ও ১৬ এবং মাওলানা যুবায়ের গ্রুপের  ইজতেমা ১৭ ও ১৮ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।

ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আকাশ, নৌ ,স্থলপথ ছাড়াও  ইজতেমায় প্রবেশের প্রতিটি রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা ও ময়দানের চারপাশে সুউচ্চ ওয়াচ টাওয়ারের  মাধ্যমে নিরাপত্তায় নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত