কোরআন পাঠ প্রতিযোগিতায় পুরস্কার ১০ লাখ রিয়াল

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৯, ১২:১৯

সাহস ডেস্ক

সৌদি আরবের একটি অঞ্চলকে প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এতে ওই অনুষ্ঠানে কোরআন পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ রিয়াল।

গত মঙ্গলবার রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি বিনোদন কর্তৃপক্ষের ভবিষ্যৎ কৌশল তুলে ধরে, এ ঘোষণা দেয়া হয়। সেখানে চলতি বছর কী ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তা তুলে ধরেন সংস্থার প্রধান তুর্কি আল শেখ।

পরিকল্পনার অংশ হিসেবে বলা হয়, অনুষ্ঠানে কোরআন পাঠের একটি প্রতিযোগিতা থাকছে। যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকবে প্রায় ১০ লাখ রিয়াল। সবচেয়ে শ্রুতিমধুর আজানের প্রতিযোগিতারও আয়োজন করা হবে। পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় জাদুকরদের নিয়ে আয়োজনও থাকতে পারে।

এ ছাড়া সৌদি আরব রাষ্ট্রীয় বিনিয়োগে দেশের বিনোদন খাত উন্নয়নের পরিকল্পনার মধ্যে রয়েছে স্পেনের প্যাম্পলোনার ঐতিহ্যবাহী ষাঁড়ের দৌড়। থাকছে মোমের মূর্তির একটি জাদুঘর তৈরির পরিকল্পনা।

এ ছাড়া অ্যানিমেশন ছবি 'আলাদিন' ও 'দ্য লায়ন কিং'-এর মতো মিউজিক্যাল এবং এনবিএর (আমেরিকার বাস্কেটবল লিগ) একটি ম্যাচও আয়োজন করার কথা ভাবছে তারা।

সৌদি আরবকে ওই অঞ্চলের প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত করার জন্য এসব পরিকল্পনা হাতে নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল শেখ বলেন, এসব প্রকল্প হাজারও মানুষের কর্মসংস্থান তৈরি করবে। আর এর মাধ্যমে আয় হবে কোটি কোটি ডলার।

সাহস২৪.কম/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত