২৮ জুলাই : ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ০০:০২

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য সাহস২৪.কম এর নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৮ জুলাই ২০১৯, রবিবার, ১৩ শ্রাবণ ১৪২৬, ২৪ জিলকদ ১৪৪০। ২৮ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৯তম (অধিবর্ষে ২১০তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৬ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৮২১ - স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা ঘোষণা করে।
১৯১৩ - বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা।
১৯১৪ - সার্বিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া ও হাঙ্গেরির যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৭৬ - চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি।

জন্ম:
১৬৩৫ - রবার্ট হুক, ইংরেজ চিকিৎসাবিদ ও রসায়নবিদ। 
১৮০৪ - লুডউইগ ফয়েরবাক, জার্মানীর একজন বস্তুবাদী দার্শনিক। 
১৯৩০ - ফিরোজা বেগম, বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী। 
১৯৫৪ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি। 
১৯৮১ - মাইকেল ক্যারিক, ইংরেজ ফুটবলার।
১৯৮৭ - পেদ্রো রোদ্রিগেজ, স্পেনীয় ফুটবলার।
১৯৯৩ - হ্যারি কেন, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

মৃত্যু:
১৭৫০ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার। 
১৯৩৪ - মারি ড্রেসলার, কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী ও কৌতুকাভিনেতা। 
১৯৬৮ -অটো হান, জার্মান ভৌত রসায়নিবিদ। 
১৯৭২ - চারু মজুমদার, বাঙালি মার্কসবাদী বিপ্লবী। 
২০০১ - আহমদ ছফা, বাংলাদেশী লেখক, কবি ও সমালোচক। 
২০০৪ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।)
২০১৬ - প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী 

ছুটি ও অন্যান্য:
বিশ্ব হেপাটাইটিস দিবস

তথ্যসূত্র: উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত