মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪৭

সাহস ডেস্ক

রংপুর বিভাগসহ দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল ভোর ৬ টা ৪৪ মিনিটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত