এবার কিশোরগঞ্জের মিঠামইনে ‘ইত্যাদি’

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬

নৈসর্গিক সৌন্দর্যের আধার কিশোরগঞ্জে হাওরের মাঝখানে দ্বীপের মতো ভেসে থাকা মিঠামইনের হামিদ পল্লীতে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে।

হাওর অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙ্গায় শতাধিক নৌকা রেখে নির্মাণ করা হয় নান্দনিক মঞ্চ।

রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির সামনে অবস্থিত এই হাওরের হাজার নৌকা-ট্রলারের সারি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছিল শুটিংয়ের সময়।

সবসময় রাতের আলোকিত মঞ্চে ‘ইত্যাদি’ ধারণ করা হয়। তবে হাওরের নৈসর্গিক রূপ দেখাতে এবার দিনের আলোর পড়ন্ত আভায় কাজটি হয়েছে। 

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের একজন মুখপাত্র জানান, চার দশকে পদার্পণ করেছে ‘ইত্যাদি’। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

মিঠামইনে ধারণকৃত পর্বটি আগামী ৪ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত