চিত্রনায়ক আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে

প্রকাশ : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪৬

একসময়ের পর্দা কাপানো নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

গণমাধ্যমসমূহকে এই তথ্য তিনি নিজেই করেছেন নিশ্চিত। আলমগীর সাংবাদিকদের বলেন, 'এখন আগের চেয়ে সুস্থ আছি। আরো দুই-তিনদিন হাসপাতালে থাকতে হবে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।'

অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনের আয়োজন করেন। সেখানে তিনি অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতার রয়েছে বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার। আশি এবং নব্বই এর দশকে ঢালিউডে তার বিচরণ বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে করেছে সমৃদ্ধ।

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত