‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘উরি’

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৫

সাহস ডেস্ক

‘বাহুবলী ২’ মুক্তির পরই একের পর এক রেকর্ড গড়েছিল। সেই প্রভাস–আনুশকার ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙেছে সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘উরি’।

২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকে বড় ধরনের সাফল্য পান ভারতীয় সেনাসদস্যরা। উরিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনার গল্প নিয়ে নির্মিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। 

নতুন বছরের শুরুতে মুক্তি পেয়ে বক্স অফিসে বেশ ব্যবসা করে যাচ্ছে ছবিটি। তাই ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী ২’–এর রেকর্ড ভেঙেছে ‘উরি’। মুক্তির ২৩ ও ২৪তম দিনে প্রভাস–আনুশকা শেট্টি–তামান্না ভাটিয়ার ছবিটি আয় করেছিল যথাক্রমে ৬ কোটি ৩৫ লাখ এবং ৭ কোটি ৮০ লাখ রুপি। সেখানে ভিকি কৌশল অভিনীত সিনেমাটি আয় করেছে ৬ কোটি ৫৩ লাখ এবং ৮ কোটি ৭১ লাখ রুপি। এখন পর্যন্ত ‘উরি’র মোট আয় ১৮৯ কোটি ৭৬ লাখ রুপি। 

২০১৯ সালের প্রথম ব্লকবাস্টার ছবি ‘উরি’। এই ছবিটিতে অভিনয় করেছেন ‘সঞ্জু’ সিনেমার প্রশংসিত অভিনেতা ভিকি কৌশল। চতুর্থ সিনেমাতে তিনি দারুণ সাফল্য পেলেন। এতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত