কেন্দ্রীয় শহীদ মিনারে বুলবুলের মরদেহ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৩২

সাহস ডেস্ক

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে এ মুক্তিযোদ্ধা শিল্পীকে।

জানা গেছে, বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে।

এর পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার পর তার মরদেহ নেওয়া হবে এফডিসি প্রাঙ্গণে। এর পর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে রাজধানীর আফতাব নগরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত