‘মাদার অব হিউমিনিটি’ চরিত্রে শাহনূর

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৮, ১৬:২২

সাহস ডেস্ক

‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র প্রযোজনায় ‘মাদার অব হিউমিনিটি’কে নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মাণের কাজ করেছেন রফিকুল ইসলাম বুলবুল। ভিডিওটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর।

মিউজিক ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানান সাফল্যের কথা, তার কঠোর দৃঢ়তার কথা, নানান উন্নয়ের কথা গানে গানে চিত্রনায়িকা শাহনূরের মাধ্যমে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন ভিডিওটির নির্মাতা রফিকুল ইসলাম বুলবুল।

শাহনূর বলেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমারও দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই মিউজিক ভিডিওতে আমি স্বপ্রণোদিত হয়েই কাজ করেছি।’

গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে একটি ভবনে ভিডিওটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন আহমেদ মানিক।

উদ্বোধক ছিলেন চিত্রনায়ক ফারুক। হিউমিনিটি মিউজিক ভিডিওটি শাহনূরের অভিনয় জীবনে অন্যতম অর্জন বলে মনে করেন চিত্রনায়ক ফারুক।

‘মাদার অব হিউমনিটি’ গানটি লিখেছেন রফিকুল ইসলাম বুলবুল এবং সুর ও সঙ্গীত করেছেন কাজী জামাল। গানটিতে কণ্ঠ দিয়েছেন জুয়েল, লাভলী শেখ, প্রমিয়া, ডেইজি, তুহিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত