‘মা নেকড়ে’র ভূমিকায় মাধুরী

প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:৫১

সাহস ডেস্ক

মোগলি: লেজেন্ড অব দ্য জাঙ্গল ছবিটিত হিন্দি ভার্সনে এবার কণ্ঠাভিনয় করতে দেখা যাবে বলিউডের গার্ল মাধুরীকে। ছবিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে স্বল্প পরিসরে মুক্তি পাচ্ছে ২৯ নভেম্বর।

তবে বিশ্বের বিভিন্ন দেশের দর্শক ছবিটি দেখতে পাবে আগামী ৭ ডিসেম্বর থেকে।

জানা গেছে, ছবির মুখ্য চরিত্র মোগলির পালিতা-মা, অর্থাৎ মা-নেকড়ে ‘নিশা’র ভূমিকায় অভিনয় করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাধুরী দীক্ষিত লিখেছেন, ‘শুধু কণ্ঠ দিয়ে কোনো চরিত্রের মধ্যে প্রাণ আনতে পারা একজন শিল্পীর জন্য সুন্দর অভিজ্ঞতা। সব সময়ই চেয়েছি, এ রকম একটি রহস্যময় চরিত্রে কণ্ঠ দেব। এবার এই সুযোগটা পেয়ে আমি অভিভূত।’ 

মাধুরী দীক্ষিত বললেন, ‘আমি যখন ছেলেকে বললাম, ও বলে উঠল “দারুণ, মা!” ওর এই প্রতিক্রিয়া আমার দিনটাই ভালো করে দিয়েছে।’

রুডিয়ার্ড কিপলিংয়ের ধ্রুপদি উপন্যাস ‘দ্য জাঙ্গল বুক’ অবলম্বনে অ্যাডভেঞ্চার-ফ্যান্টাসি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ডি সারকিস। মূল ছবিতে ‘মোগলি’ চরিত্রে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রীয় বংশোদ্ভূত রোহন চাঁদ। তাঁর বাবা-মা ভারতীয়।

‘দ্য জাঙ্গল বুক’ উপন্যাসটি আসলে একটি ভারতীয় ছেলের কাহিনি। ছেলেটি জঙ্গলে নেকড়েদের মধ্যে বড় হয়। মোগলি নামের সেই বাচ্চা পশুদের সঙ্গে অ্যাডভেঞ্চার করে বেড়ায়। তার সঙ্গে থাকে বাঘিনী, ব্ল্যাক প্যান্থার আর ভালুকেরা।

হিন্দিতে এই ছবিতে কণ্ঠ দিয়েছেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অভিষেক বচ্চন, কারিনা কাপুর ও জ্যাকিশ্রফ।

সাহস২৪.কম/ইতু/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত