ইবির অনাবাসিক ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ২২:৩৭

সাহস ডেস্ক

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অছাত্র ও বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দিয়ে জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্নাতকোত্তর শেষ হওয়া ও বহিরাগত কেউ হলে অবস্থান করলে তাদের হল ত্যাগ করতে হবে মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে হল প্রভোস্ট কাউন্সিল। সিদ্ধান্ত অনুযায়ী স্ব-স্ব হল কর্তৃপক্ষ বুধবার জরুরি বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করেছে। আগামী ১ আগস্টের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে তাদের। বুধবার (২৭ জুলাই) সংশ্লিষ্ট হল প্রভোস্টদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যদি কোনো বহিরাগত শিক্ষার্থী সিটে অবস্থান করে, তাহলে আগামী ১ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল ত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই নির্দেশনা দিয়েছে সাদ্দাম হোসেন হল। এই হলে ২৮ তারিখের মধ্যে বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে। এদিকে যেসব শিক্ষার্থীর আবাসিকতা নেই কিংবা অন্য হলের সঙ্গে সংযুক্ত তাদেরকেও হল ছাড়তে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ক্যাম্পাসে মাদকের ভয়াবহতা অতিমাত্রায় বেড়েছে। মাদকের সংস্পর্শে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে ছিনতাই করে দুই শিক্ষার্থী। এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিবেচনায় হলগুলোতে নজরদারি বাড়িয়েছেন হল প্রভোস্টরা।

এ বিষয়ে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম বলেন, এর আগেও বিষয়গুলো বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল কিন্তু কাজ হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। প্রভোস্ট কাউন্সিল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বহিরাগতের হল ত্যাগের জন্য বলা হয়েছে। না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত