কর্মসূচি স্থগিত করেছেন ঢাবি'র আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৬:২৯

সাহস ডেস্ক

আবাসন সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় গণরুম ছেড়ে উপাচার্যের বাসায় উঠতে তার বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর হাসান সৈকত বলেন, উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন। গণরুম সমস্যা সমাধানে তিনি পদক্ষেপ নেবেন। এবার যারা প্রথমবর্ষে ভর্তি হবে তাদের মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হবে।

এর আগে, ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতসহ ৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে করেন। আবাসন সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়, দীর্ঘমেয়াদী এ সমস্যা সমাধানে কাজ চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত