ঢাবিতে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৯

সাহস ডেস্ক

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।এসময় অন্যান্যের মধ্যে শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে মাজার প্রাঙ্গণে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম.রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ ২৬ অক্টৈাবর জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী । ১৮৭৩ সালের ২৬ অক্টোবর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত