শীর্ষ পাঁচ দ্রুত বিকাশমান অর্থনীতির একটি বাংলাদেশ: বিশ্বব্যাংক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৯, ১৫:৫৪

সাহস ডেস্ক

এই অর্থবছরে বিশ্বের সবচেয়ে বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচ দেশের একটি হবে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, এ বছর প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশের চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে এমন বাকি চার দেশের মধ্যে আছে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভুটান ও ভারত।

‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিকটেবিলিটি’ শীর্ষক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ অপর্যাপ্ত হলেও বাংলাদেশের প্রবৃদ্ধিতে অবদান রেখেছে স্থিতিশীল ব্যাস্টিক ও রপ্তানিনির্ভর শিল্প।

শিল্প খাতে উৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত ব্যয়, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনৈতিক আয় বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে বাংলাদেশে এখনও বেসরকারি খাতে বিনিয়োগ দুর্বল অবস্থায় রয়ে গেছে। ২০১৯ অর্থ বছরের প্রথম অর্ধাংশে এ খাত থেকে এসেছে ৯১ কোটি ১০ লাখ ডলার।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে শিল্প খাতে আরও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে ভূমি, বিদ্যুৎ ও গ্যাসের পর্যাপ্ততার মতো বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত