কবিতা

হৃদয়ে বৈশাখ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২০, ১৮:০৩

এতো নিভৃতে, এতো একাকী কখনোই আসোনি তুমি 
নির্জনে খুব নির্জনে তোমাকে করেছি বরণ
মনের ভিতর সাজিয়ে তোমাকে হৃদয়ে করেছি ধারণ। 

নেই তুমি রমনার বটমূলে, চারুকলার মুখোশ মিছিলে
লাল-সাদা শাড়ির আঁচলে, নেই প্রিয়ার খোঁপার ফুলে।

নেই তুমি গ্রামের মেলায়, চরকির দোলায়
মুড়ি-মুড়কি, হাওয়াই মিঠাই, বাতাসা'র ডালায়
পটের বিবি, পুতুল নাচ, যাদুর কৌটায়  
রাখালি বাঁশির সুরে, ঢোলের বাজনায়
কিশোরীর পায়ের লাল টুকটুকে আলতায়
ছন্দে ছন্দে বৈশাখীর মাতাল হাওয়ায়। 

তবুও তুমি আসবে, তোমাকে আসতেই হবে 
এই বাংলাকে ভালোবেসে মঙ্গল শোভাযাত্রায়
মহামারী শেষে আবার দেখা হবে, বারবার দেখা হবে 
প্রাণের বাংলায় শত প্রাণের মিলন মেলায় ।

[বৈশাখ ১, ১৪২৭, ঢাকা]

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত