মুর্তজা বশীরকে নিয়ে ‘নার্সিসাসে প্রজাপতি’র মোড়ক উন্মোচন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৯

সাহস ডেস্ক

বিশিষ্ট চিত্রশিল্পী, লেখক ও গবেষক মুর্তজা বশীরের জীবনচরিত ও বোধের আলেখ্য নিয়ে লেখক মিরাজুল ইসলামের লেখা ‘নার্সিসাসে প্রজাপতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘর বই বিক্রয় কেন্দ্রে। 

বইটি প্রকাশ করেছে প্রতীক প্রকাশনা সংস্থা। প্রচ্ছদ করেছেন রাসেল কান্তি দাশ। মূল্য ২৫০ টাকা। একুশে গ্রন্থমেলায় অবসর প্রকাশনীর ৫ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। 

অনুষ্ঠানে সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ,  প্রথম আলোর সম্পাদক  মতিউর রহমান, লেখক হাসনাত আব্দুল হাই ও মুর্তজা বশীর নিজে। 

মুর্তজা বশীরের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, চিত্রশিল্প, কবিতা, গল্প, চিত্রনাট্যসহ নানা বিষয়ের সঙ্গে ব্যক্তিগত জীবনের অপ্রকাশিত কিছু কথা পাঠকের জন্য তুলে ধরেছেন গ্রন্থটির লেখক মিরাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত