গ্রন্থমেলায় নির্মলেন্দু গুণের ‘কবিতাকুঞ্জ’

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯

সাহস ডেস্ক

একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি নির্মলেন্দু গুণের নতুন কবিতার বই ‘কবিতাকুঞ্জ’। বইটি প্রকাশ করেছে বিভাস প্রকাশনী। গ্রন্থমেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে বিভাস প্রকাশনীর স্টলে। 

সেই বই থেকে দুটি কবিতা


অস্তমান সূর্যের বন্দনা

জানালার ভারী পর্দাগুলো
টেনে দিয়ে আমার ঘরটাকে
অন্ধকারময় করার সময়
আমার চোখে পড়লেন সূর্য।
বহুদিন হলো আমি সূর্য দেখি না।
শেষ কবে সূর্য দেখেছি, মনে নেই।
অনেকদিন পর আড়চোখে
আমি পশ্চিম আকাশে ঢলে পড়া
সূর্যটাকে একটু দেখলাম।
যদিও সূর্য দেখার বিন্দুমাত্র বাসনা
আমার ছিল না, তবু সূর্যটাকে
চকিতে দেখলাম—
দেখলাম অস্তাচলে দাঁড়িয়েও
হাঁসের ডিমের কুসুমের মতো
কী উজ্জ্বল, টকটকে
গাঢ় লাল গাত্রবর্ণ তাঁর, আহা!
স্বর্ণগহনায় মোড়া নববধূ যেন
ঝলমল করছে আকাশে।

 

শূন্য শহর
পাবার আকুতি আর না–পাবার কষ্ট—
এ দুয়ারের মাঝের ব্যবধান কতটুকু
হয়তো এক সমুদ্র আকাশের মতো,
অথবা সমান্তরাল কোনো রেলপথ—
যার শুরুটা সবাই ছুঁতে পারলেও শেষটা আজও এক রহস্য।
সময়ের স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে এমন লক্ষ আকাশ
কালের গর্ভে বিলীন হবে এমন হাজার অপূর্ণতা।
জন্ম নেবে নতুন শহর, জীবন, সভ্যতা,
শুধু আমার শহরের একটা গলিতে
কখনো কেউ আসবে না
আমার বাড়ির একটা ঘর আজন্ম শূন্য পড়ে থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত