‘৯৬ পরবর্তী গৌরবোজ্জ্বল দিনগুলি’ বই এর মোড়ক উন্মোচন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৪:২৮

লক্ষ্মীপুরে ‘৯৬ পরবর্তী গৌরবোজ্জ্বল দিনগুলি’ বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পৌর শহরের সেন্ট জোসেফ চার্চ প্রাঙ্গণে, পৌর শহীদ স্মৃতি একাডেমির সহকারি গ্রন্থাগারিক পল ফিনির লেখা বইটির মোড়ক উন্মোচন করেন ফাদার জেরম ডি রোজারিও। এসময় উপস্থিত ছিলেন, পৌর শহীদ স্মৃতি একাডেমির সভাপতি নজরুল ইসলাম বুলু, প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বি.এম সাগরসহ প্রমূখ। লেখকের স্বর্গীয় মা লিউনি ফিনির নামে উৎসর্গ করা বইটি প্রকাশ করেছে লক্ষ্মীপুর মিডিয়া সেন্টার।

গ্রন্থকার পল ফিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নশীল দেশের মর্যাদা, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশের মানবতার বিজয়, সমুদ্র সীমা জয় সহ ৯৬ পরবর্তী আওয়ামীলীগ সরকারের করা উন্নয়ন নিয়ে লেখা হয়েছে বইটি। ৪০ পৃষ্ঠার বইটির মূল্য ১২০ টাকা।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত