শরীয়তপুরে পালং খাল বাঁচাতে নদী পরিব্রাজক দলের মানববন্ধন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯

সাহস ডেস্ক

শরীয়তপুরে পালং খাল বাঁচাতে বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল মানববন্ধন কর্মসূচি করেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শরীয়তপুর পাবলিক লাইব্রেরির সামনে বিকাল ৫টায় সংগঠনটির জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম রিপনের সঞ্চালনায় জেলা সভাপতি এ্যাড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুজ্জামান শিপন।

এসময় বক্তারা বলেন, এক সময় পালং খালে বড় বড় নৌযান চলত। কিন্তু কিছু প্রভাবশালী মহল সুকৌশলে প্রশাসনের উদাসীনতায় খালগুলো মেরে ফেলেছে। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে শরীয়তপুর জেলা প্রশাসন খালগুলো উদ্ধারে কাজ করছে। পালং খালে জলের স্রোতধারা ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে। পালং খাল দখল মুক্ত, দূষণমুক্ত করে পালং খালকে কীর্তিনাশা নদীর সাথে প্রবাহমান করার দাবী জানাই।

কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নুরুজ্জামান শিপন বলেন, আমি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সাথে কথা বলেছি। পালং খাল পুরোপুরি উদ্ধার না হওয়া অবধি আমাদের কর্মসূচি চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, চান শিকদার, মহসিন চোকদার, আব্দুল মোতালেব সুমন, শাখাওয়াত হোসন রবিনসহ স্থানীয় সাধারণ জনগণ।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত