দাখিল পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব নিয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫১

তানভির হোসাইন রাজু, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের বিরুদ্ধে চলতি দাখিল পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব নিয়ে অনিয়ম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করান শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম মিয়া। সে অনুযায়ী গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের জন্য কেন্দ্র সচিব আবুল কাশেম সরকারের নিকট ব্যানবেইজ ভুক্ত শিক্ষকদের তালিকা প্রদান করেন। কিন্তু কেন্দ্র সচিব আবুল কাশেম সরকার নিয়ম বহির্ভূতভাবে সে তালিকার শিক্ষকদের দায়িত্ব না দিয়ে ব্যানবেইজ বহির্ভূত শিক্ষক ওয়াজেদ আলীকে ১১ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব দেন। লিখিত অভিযোগপত্রে এবিষয়ে কেন্দ্র সচিবের বিরুদ্ধে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই বলেন, কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব প্রদানে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পরীক্ষা চলমান থাকায় বিষয়টি খতিয়ে দেখার সুযোগ হয়নি। দ্রুতই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত